প্রকাশিত: Sun, Apr 9, 2023 4:34 AM আপডেট: Mon, Jan 26, 2026 4:37 AM
দেশের ৬৫০ জায়গায় বিএনপির অবস্থান কর্মসূচি পালিত
রিয়াদ হাসান: রাজধানী ঢাকাসহ সারাদেশের সব মহানগরীর থানা এবং উপজেলা পর্যায়ে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত এই কর্মসূচি পালন করে দলটি।
শনিবার (৮ এপ্রিল) ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেটসহ মহানগরীগুলোর ১২৮টি সাংগঠনিক থানায় এবং সাড়ে ৫শ’ উপজেলা মিলে মোট প্রায় সাড়ে ছয়শ জায়গায় একযোগে এ কর্মসূচি দেওয়া হয়েছিল। তাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, দলের সাবেক সংসদ সদস্য ও জেলার শীর্ষস্থানীয় নেতারা অংশ নেন। তবে দলটির শীর্ষ পর্যায়ের নেতারা বলেছেন, তাদের একমাত্র চিন্তা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি আদায়। যদিও সূত্রগুলো বলছে, আন্দোলন ও নির্বাচনের প্রস্তুতি এক সঙ্গেই চলছে, যা দলটির শীর্ষ নেতা তারেক রহমানসহ দলের সিনিয়র নেতারা তদারকি করছেন।
ঢাকা মহানগর উত্তরের কর্মসূচিতে খিলগাঁও পল্লীমা সংসদের বিপরীতে নেতৃত্ব দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বাড্ডা হাই স্কুলের সামনে উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, গুলশানে সুবাস্তু টাওয়ারের সামনে কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহম্মেদ উজ্জ্বল, এফডিসির পশ্চিম পাশের রেলগেটের পাশে তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মসূচিতে যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন। এ ছাড়া মহানগর দক্ষিণের পল্টন ও সবুজবাগ থানার অবস্থান কর্মসূচির নেতৃত্বে ছিলেন উত্তরের আহ্বায়ক আবদুস সালাম, পল্টন ও খিলগাঁও থানায় রফিকুল আলম, শ্যামপুর থানায় বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, ডেমরায় মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নুল আবেদীন, সূত্রাপুরে সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, ওয়ারীতে ইশরাক হোসেন, বংশালে মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত।
একইদিন রাজধানীর লেডিস ক্লাবে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সারা দেশে উপজেলা ও থানা পর্যায়ে অবস্থান কর্মসূচি থাকলেও অধিকাংশ জায়গায় তা পালন করতে দেওয়া হয়নি। ইতিমধ্যেই ঢাকায় ৫০ জনের বেশি নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। নেত্রকোনায় হামলা করেছে। এভাবে দেশের অন্য জায়গায়ও হামলা করেছে। সেই সঙ্গে তিনি বলেন, আর বসে থাকার সুযোগ নেই। আমাদের ১৭ জনকে তারা খুন করেছে। হাজার হাজার লোককে তারা গ্রেপ্তার করেছে। আজকে কেউ ভালো নেই। সকলকে জেগে উঠতে হবে।
এদিকে, ১০ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ১ সপ্তাহ সব বিভাগের ইউনিয়ন পর্যায়ে অবস্থান কর্মসূচি, মানববন্ধন ও প্রচারপত্র বিলি কর্মসূচি পালন করবে বিএনপি। ইউনিয়ন পর্যায়ে অবস্থান কর্মসূচি হবে বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত। এই কর্মসূচি সমন্বয়ের জন্য বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহসাংগঠনিক সম্পাদকদের নির্দেশ দেওয়া হয়েছে। সম্পাদনা: তারিক আল বান্না
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি